বাংলা ভাষায় সাধু ও চলিত রুপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে?
উইলিয়াম কেরি
এডওয়াড ডিমোস্ক
শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়
প্রথম চৌধুরী
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলা ভাষায় সাধু ও চলিত রুপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে?
ব্যাখ্যা: বাংরা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। তিনি সাধু ও চলিত রীতির মধ্যে তুলনামূলক গবেষণা করেন এবং সবুজপত্র (১৯১৪) পত্রিকা সম্পাদনার মাধ্যমে চলতি রীতির প্রলন করেন। উল্লেখ্য, উইলিয়াম কেরি ছিলেন একজন মিশনারি এবং বাংলায় গদ্য পাঠ্যে পুস্তকের প্রবর্তক।
Related Question
বাংলা ভাষায় শব্দের শ্রেণিবিভাগ কয় প্রকার?
৫ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
২ প্রকার
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি?
১৮
১৯
২০
২১
পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে -----
টেবিল
চেয়ার
বালতি
শরবত
'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে ------
আরবি ভাষা থেকে
ফরাসি ভাষা থেকে
হিন্দি ভাষা থেকে
উর্দু ভাষা থেকে
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
স্বস্তি পরিষদের
সাধারণ পরিষদের অধিবেশনে
ইকোসোকে (ECOSOC)
ইউনেসকোতে (UNESCO)
বাংলা ভাষায় কয়টি খাটি উপসর্গ আছে?
উনিশ
কুড়ি
একুশ
বাইশ