‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?

জীবনানন্দ দাশ

সত্যেন্দ্রনাথ দত্ত

হেমচন্দ্র

রবীন্দ্রনাথ ঠাকুর


Description (বিবরণ) :

প্রশ্ন: ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?

ব্যাখ্যা:

রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক W.B.Yeats. গীতাঞ্জলি রবীন্দ্রনাথের লেখা একটি কাব্যগ্রন্থ এবং এতে ১৫৭ টি গীত কবিতা রয়েছে। গীতাঞ্জলি প্রকাশিত হয় ১৯১০ সালে আর এর ইংরেজি অনুবাদ "Song offerings " প্রকাশিত হয় ১৯১২ সালে যাতে ১৫৭ টি গীত কবিতার মধ্যে স্থান পেয়েছে ৫১ টি। ১৯১২ সালের ২৭ জুন লন্ডনের রোটেনস্টাইনের বাস গৃহে রবীন্দ্রনাথ এর সাথে পরিচয় হয় W.B. Yeats এর এবং তিনি গীতাঞ্জলির অনুবাদ করেন।


Related Question

‘গীতাঞ্জলি’ কার লেখা?

কাজী নজরুল ইসলাম

রবীন্দ্রনাথ ঠাকুর

জসিম উদ্দিন

সুকুমার রায়