'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থের রচয়িতা -----
মুহম্মদ আব্দুল হাই
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবুল মনসুর আহ্মদ
আতাউর রহমান
Description (বিবরণ) :
প্রশ্ন: 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থের রচয়িতা -----
ব্যাখ্যা: আবুল মনসুর আহমেদ একজন শক্তিমান লেখক ছিলেন। তিনি ব্যঙ্গাত্মক রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। আয়না ও ফুড কনফারেন্স গল্পগ্রন্থদ্বয়ে তিনি মুসলিম সমাজের গোঁড়ামি, ধর্মান্ধতা, ভণ্ডামিসহ নানা কুসংস্কারের ব্যঙ্গ করেছেন তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে। গ্রন্থসমূহ ব্যঙ্গরচনা আয়না (১৯৩৬ - ১৯৩৭) ফুড কনফারেন্স (১৯৪৪) গালিভারের সফরনামা স্মৃতিকথা আত্মকথা (১৯৭৮, আত্মজীবনী) আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯) শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু (১৯৭২) অন্যান্য রচনা সত্য মিথ্যা (১৯৫৩) জীবনক্ষুধা (১৯৫৫) আবে হায়াত (১৯৬৪) হুযুর কেবলা (১৯৩৫) ”বাংলাদেশের কালচার” (১৯৬৬) বাংলা একাডেমি সম্প্রতি আবুল মনসুর আহমদ রচনাসমগ্র নিয়ে তিন খণ্ড প্রকাশনা করেছে। আরও তিন খণ্ড প্রকাশিতব্য রয়েছে ( জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সম্পাদনায় ও কবি ও গবেষক ইমরান মাহফুজের সহযোগিতায়।
Related Question
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মোঃ আবদুল হাই
আতাউর রহমান
আবুল মনসুর আহমদ
”আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” গ্রন্থটির রচয়িতা কে?
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
মোঃ আবদুল হাই
আতাউর রহমান
আবুল মনসুর আহমদ
‘আমার দেখা নয়াচীন’ কে রচনা করেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
শহীদুল্লাহ কায়সার
আনোয়ার পাশা
মুনীর চৌধুরী
আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
'আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?
মাওলানা ভাসানী
আবুল ফজল
শহীদুল্লা কায়সার
শেখ মুজিবুর রহমান
'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' কার লেখা?
এস. ওয়াজেদ আলী
আবুল হাসেম
আবুল মনসুর আহমেদ
আবুল হোসেন