‘সমাস’ ভাষাকে-

সংকোচন করে

সংক্ষেপ করে

অর্থবোধক করে

বিস্তৃত করে


Description (বিবরণ) :

প্রশ্ন: ‘সমাস’ ভাষাকে-

ব্যাখ্যা: সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস: সমাস শব্দের অর্থ মিলন। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরির ব্যাকরণ সম্মত প্রক্রিয়াকেই বলা হয় সমাস। মূলত, সমাসে একটি বাক্যাংশ একটি শব্দে পরিণত হয়। সমাসের রীতি বাংলায় এসেছে সংস্কৃত ভাষা থেকে। বাক্যে শব্দের ব্যবহার কমানোর উদ্দেশ্যে সমাস ব্যবহার করা হয়। উল্লেখ্য, সমাস অর্থ সম্বন্ধপূর্ণ একাধিক শব্দের মিলন। আর সন্ধি পাশাপাশি অবস্থিত দুইটি ধ্বনির মিলন।


Related Question

‘সমাস’ ভাষাকে-

বিস্তৃত করে

সংক্ষেপ করে

অর্থবোধক করে

ভাষা রূপ ক্ষুণ্ণ করে