সবচেয়ে কম বয়সে নোবেল পুরষ্কার পেয়েছেন কে?
মালালা ইউসুফজাঈ
কৈলাশ সত্যার্থী
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রফেসর আব্দুস সালাম
Description (বিবরণ) :
প্রশ্ন: সবচেয়ে কম বয়সে নোবেল পুরষ্কার পেয়েছেন কে?
ব্যাখ্যা: মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত উপত্যকার মিনগোরায় জন্মগ্রহণ করেন। বাবা জিয়াউদ্দিন ও মা তুর পেকাই ইউসুফজাই। শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও নারী শিক্ষা বিস্তারে সক্রিয় অবদান রেখে আসছেন তিনি। মালালা সর্বকনিষ্ঠ নোবেল জয়ী। শান্তিতে এ পুরস্কার পান তিনি।
Related Question
সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
সৈয়দ শামসুল হক
সেলিনা হোসেন
আখতারুজ্জামান ইলিয়াস
শওকত আলী