দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট

ডি ক্লার্ক

পিটার বোথা

ড. মালান

ফরষ্টার


Description (বিবরণ) :

প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট

ব্যাখ্যা:

দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ডি ক্লার্ক।

ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক (ইংরেজি: Frederik Willem de Klerk; জন্ম: ১৮ মার্চ, ১৯৩৬) দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন।

১৯৯৩ সালে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সাথে তিনিও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্রের নতুন যুগের সূচনা করেন ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রেক্ষাপটে তারা এ পুরস্কারে মনোনীত হন।

১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি উপ - রাষ্ট্রপতিরও দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি রাজনীতি থেকে অবসর নেন।


Related Question

'দক্ষিণ তালপট্টি' দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

বালেশ্বর

হাড়িয়াভাঙ্গা

রুপসা

ভৈরব

দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?

ইয়েন

পেসো

ইউয়ান

উয়ন

দক্ষিণ এশীয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে?

১৯৭৬ সালে

১৯৮৫ সালে

১৯৯৩ সালে

১৯৯৪ সালে

দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?

নারকেল জিঞ্জিরা

পূর্বাশা

চন্দ্রদ্বীপ

কোনটিই নয়

বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?

চট্টগ্রাম

ভোলা

কক্সবাজার

পটুয়াখালী