‘চাচা কাহিনী’ গ্রন্থের লেখক কে?

শওকত ওসমান

সৈয়দ শামসুল হক

সৈয়দ মুজতবা আলী

ফররুখ আহমদ


Description (বিবরণ) :

প্রশ্ন: ‘চাচা কাহিনী’ গ্রন্থের লেখক কে?

ব্যাখ্যা:

চাচা কাহিনী' সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গল্প গ্রন্থগুলির মধ্যে প্রধানতম। প্রায় প্রতিটি গল্পই বিদেশের পটভূমিকা রচিত। বিদেশে বিশেষ করে বার্লিন প্রবাসী বাঙালী তরুণ বয়স্ক ছাত্রদের নিয়েই রচিত। অনেক গল্প। স্বয়ং লেখক যৌবনে বার্লিন প্রবাসী ছাত্র ছিলেন। সে সময়কার নানা কাহিনী গল্পাকারে পরিবেশন করেচেন চাচা কাহিনীতে।


Related Question

‘চাচা কাহিনী’র লেখক কে?

সৈয়দ শাসমুল হক

সৈয়দ মুজতবা আলী

শওকত ওসমান

ফররুখ আহমেদ