কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

ব্রজাঙ্গনা

বিলাতের পত্র

বীরাঙ্গনা

হিমালয়


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

ব্যাখ্যা:

মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এ কাব্যে মোট এগারটি পত্র আছে। এ কাব্যে মধুসূদন দত্ত পৌরাণিক নারীদের আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত করেছেন। 'ব্রজাঙ্গনা' মধুসূদন দত্ত রচিত রাধা - কৃ্ষ্ণ বিষয়ক গীতিকাব্য। 'হিমালয়' জলধর সেন রচিত ভ্রমণকাহিনি। আর 'বিলাতের পত্র' ভ্রমণ কাহিনীর রচয়িতা গিরিশচন্দ্র বসু।


Related Question

কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

ব্রজাঙ্গনা

বিলাতের পত্র

বীরাঙ্গনা

হিমালয়

নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়?

কৃষ্ণকুমারী

শর্মিষ্ঠা

পদ্মাবতী

অশ্রুমালা

নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য?

কৃষ্ণকুমারী

মেঘনাদবধ

চতুর্দশপদী কবিতাবলী

বীরাঙ্গনা

কোনোটিই নয়

কোনটি মাইকেল মধূসূদন দত্তের পত্রকাব্য?

বিলেতের পত্র

বীরাঙ্গনা

হিমালয়

ব্রজাঙ্গনা

নিচের কোনটি মাইকেল মধুসদূন দত্তের রচনা নয়?

কৃষ্ণকুমারী

শর্মিষ্ঠা

অশ্রুমালা

পদ্মাবতী