রক্তশূন্যতা দেখা দেয় নিচের কোনটির অভাবে?

আয়রন

ভিটামিন -এ

ক্যালসিয়াম

আয়োডিন


Description (বিবরণ) :

প্রশ্ন: রক্তশূন্যতা দেখা দেয় নিচের কোনটির অভাবে?

ব্যাখ্যা: রক্তশূন্যতা বলতে সবাই আয়রন বা লৌহ উপাদানের অভাবের কারণকে বোঝেন। কিন্তু নানা কারণেই রক্তশূন্যতা দেখা দিতে পারে। রক্তের লোহিতকণিকার হিমোগ্লোবিন তৈরিতে শরীর আয়রন ব্যবহার করে থাকে। আয়রনের মতো ভিটামিন বি – ১২ ও ফলিক অ্যাসিডের ঘাটতি হলেও রক্তশূন্যতা দেখা দিতে পারে।


Related Question

রক্তশূন্যতা হলে চুপসে যায় কোনটি?

ধমনী

শিরা

উপশিরা

জালিকা

রক্তশূন্যতা দেখা দেয় কোনটি অভাবে?

আয়রন

ভিটামিন-এ

ক্যালসিয়াম

আয়োডিন

কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?

ভিটামিন বি -২

ভিটামনি বি-১

ভিটামিন বি -১২

ভিটামিন বি -৬

রক্তশূন্যতা বলতে কি বুঝায়?

রক্তের পরিমাণ কমে যাওয়া

রক্তে হিমোগ্লোবিনের পরিমান হ্রাস পাওয়া

রক্তে অনূচক্রিকার পরিমান কমে যাওয়া

রক্তরসের পরিমাণ কমে যাওয়া