’শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?
অংশমান রায়
আপেল মাহমুদ
আলতাফ মাহমুদ
গৌরীপ্রসন্ন মজুমদার
Description (বিবরণ) :
প্রশ্ন: ’শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?
ব্যাখ্যা: ১৩/১৫ এপ্রিল, ১৯৭১ সালে ‘আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রথম বাজানো হয় মুক্তিযুদ্ধভিত্তিক উদ্দীপনামূলক গান ’ শোন একটি মুজিবুবের থেকে ।’ গানটির গীতিকার ছিলেন গৌরিপ্রসন্ন মজুমদার এবং সরকার ও শিল্পী ছিলেন অংশুমান রায়।
Related Question
’শোনো একটি মুজিবুরের কণ্ঠস্বরের ধ্বনি’ - গানিটি রচয়িতা কে?
েআপেল মাহমুদ
মুকুন্দ দাস
গৌরিপ্রসন্ন মজুমদার
গোবিন্দ হালদার