সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি
তৎসম
বিদেশি
দেশি
তদ্ভব
Description (বিবরণ) :
প্রশ্ন: সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি
ব্যাখ্যা: সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত কর হয়। এ ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য বেশি। উনিশ শতকের শুরুতে সাধু রীতির বিকাশ ব্যাপক প্রচলন ছিল। রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষার প্রয়োগ করেন।
Related Question
সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ ?
এখানে সে ফিরে আসেনি
সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
তুমি তার কথা বিশ্বাস করো না