মিশুকের স্থপতি কে?
মোস্তফা মনোয়ার
হামিদুর রহমান
শামীম শিকদার
হামিদুজ্জামান খান
Description (বিবরণ) :
প্রশ্ন: মিশুকের স্থপতি কে?
ব্যাখ্যা:
মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লালরঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বরাবর তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
Related Question
মিশুকের স্থপতি কে?
শামীম সিকদার
মঈনুল হোসেন
মুস্তফা মনোয়ার
নিতুন কুণ্ডু
মিশুকের স্থপতি কে ?
মোস্তফা মনোয়ার
হামিদুর রহমান
শামীম শিকদার
হামিদুজ্জামান খান
মিশুকের স্থপতি কে?
মোস্তফা মনোয়ার
হামিদুর রহমান
শামীম শিকদার
হামিদুজ্জামান খান