'মেধাবী' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

মেধা+বী

মেধা+বীন

মেধা+ই


Description (বিবরণ) :

প্রশ্ন: 'মেধাবী' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

ব্যাখ্যা:

ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন - রাঁধ + উনি = রাঁধুনি, ডুব + অন্ত = ডুবন্ত। শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলে। যেমন - মেধা + বীন = মেধাবী, বর্ষ + ইক = বার্ষিক। ‘বিন’ ( - বী) প্রত্যয়টি ‘আছে’ অর্থে যুক্ত হয়। ‘বিন’ প্রত্যয়টি প্রথমার একবচনে পুংলিঙ্গ ‘বী’ স্ত্রীলিঙ্গে ‘বিনী’ এবং সমাসে পূর্বপদে হলে ‘বি’ হয়। যেমন - মেধাবী, মেধাবিনী, মায়াবী, মায়াবিনী ইত্যাদি।


Related Question

মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে ?

মি + আদবি

মেধা + বি

মেধ + বিণ

মেধ + অবি

মৌ + ধাবি

’মেধাবী’ এর প্রকৃতি কোনটি?

মেধা+ আবী

মেধা+ইন

মেধা+ঈদ

মেধা+বিন্

'মেধাবী' এর প্রকৃতি কোনটি?

মেধা + আবী

মেধা + ইন

মেধা + ঋণ

মেধা + বিন্

‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

মেধা+ বিন্‌

মেধা +বি

মেধা+বী

মেধা+আবী

সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন-

তাজউদ্দিন আহমেদ

শেরে বাংলা এ.কে ফজলুল হক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

শেখ হাসিনা