নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন?
সবুজ পত্র
শনিবারের চিঠি
কল্লোল
ধুমকেতু
Description (বিবরণ) :
প্রশ্ন: নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন?
ব্যাখ্যা:
”ধূমকেতু” পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম ।
ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি দ্বি - সাপ্তাহিক পত্রিকা, যা ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি শুরুতে ফুলস্কেপ কাগজের চার পৃষ্ঠায় মুদ্রিত হতো এবং পরে আট পৃষ্ঠায় মুদ্রিত হতো। পত্রিকাটির সর্বশেষ সংস্করণ ১৯২৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। এর প্রথম সংখ্যায় নজরুলের কবিতা ‘ধূমকেতু’ প্রকাশিত হয়। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু।
Related Question
নিম্নের কোন দেশটি জি-সেভেন (Group of Seven) এর সদস্য নয়?
জাপান
চীন
ইউএসএ
কানাডা
নিম্নের কোন স্থানটি 'অফ-শোর' (Off-Shore) ব্যাংকিং স্থান নামে পরিচিত?
জার্মানি
কেম্যান আইল্যান্ড
ইন্ডিয়া
ইসরাইল
নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের হাতিয়ার নয়?
ব্যাংক হার বৃদ্ধি
নগদ জমার অনুপাত বৃদ্ধি
খোলাবাজারে ঋণপত্র বিক্রয়
মুদ্রা সরবরাহ বৃদ্ধি
নিম্নের কোন বর্ণটির শক্তি সবচেয়ে বেশী ?
লাল
নীল
সবুজ
বেগুনী
নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
IJSG
APEC
SAARC
ADB
নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়
মাউস
মনিটর
সিপিইউ
পাওয়ার পয়েন্ট