'সুলতানার স্বপ্ন' গ্রন্থের রচয়িতা কে?
তসলিমা নাসরিন
সুফিয়া কামাল
বেগম রোকেয়া
Description (বিবরণ) :
প্রশ্ন: 'সুলতানার স্বপ্ন' গ্রন্থের রচয়িতা কে?
ব্যাখ্যা:
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে - ‘পদ্মরাগ’ ‘মতিচূর’ , সুলতানার স্বপ্ন’, ‘অবরোধবাসিনী’ প্রভৃতি। জননী সাহসিকা সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হলো ‘সাঝেঁর মায়া’, উদাত্ত পৃথিবী; , ‘মায়া কাজল’, কেয়ার কাঁটা, ‘একাত্তরের ডায়েরী ইত্যাদি। নারীবাদী লেখক হিসেবে পরিচিত তসলিমা নাসরিনের উল্লেখযোগ্য গ্রন্থ ‘নির্বাচিত নারী’, ‘শোধ’, ‘লজ্জা’, ‘আমার মেয়েবেলা’, ‘তুমি থেকো প্রিয় দেশ’ ইত্যাদি।
Related Question
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন'-
কাব্য
উপন্যাস
প্রবন্ধ
নাটক
'সুলতানার স্বপ্ন' কার রচনা?
বেগম শামসুন নাহার মাহমুদ
বেগম রোকেয়া
সুফিয়া কামাল
রাজিয়া খান
'সুলতানার স্বপ্ন' কার রচনা?
বেগম রোকেয়া
সুফিয়া কামাল
সেলিনা হাসান
তসলিমা নাসরিন
কোনটিই নয়
”সুলতানার স্বপ্ন” কার রচনা?
জসীমউদ্দীন
কাজী নজরুল ইসলাম
বেগম সুফিয়া কামাল
বেগম রোকেয়া
'সুলতানার স্বপ্ন' গ্রন্থের লেখিকার নাম কি?
রোমেনা আফাজ
রিজিয়া রহমান
নীলিমা ইব্রাহিম
রোকেয়া সাখাওয়াৎ হোসেন