দু'ঘরা নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট ব্যালেন্স দ্বারা বোঝায়---

ব্যাংক জমা

নিট মুনাফা

ব্যাংক জমাতিরিক্ত

তিনটির কোনোটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: দু'ঘরা নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট ব্যালেন্স দ্বারা বোঝায়---

ব্যাখ্যা:

নগদান বইয়ে ব্যাংক জমা ডেবিট পাশে হলে সেটা ব্যাংক জমাকে নির্দেশ করে, আর ক্রেডিট পাশে হলে ব্যাংক জমাতিরিক্ত বুঝায়।


Related Question

কোন বাট্টা দুঘরা নগদান বইতে দেখানো হয় ?

নগন বাট্টা

কারবারি বাট্টা

ক্রয় বাট্টা

দুঘরা নগদান বইতে বাট্টা ঘর নেই বা বাট্টা আসেনা