সাউথ কমিশনের চেয়ারম্যন ------

জেনারেল সুহার্তো

রবার্ট মুগাবে

জুলিয়াস নায়ারে

ফিডেল ক্যাস্ট্রো


Description (বিবরণ) :

প্রশ্ন: সাউথ কমিশনের চেয়ারম্যন ------

ব্যাখ্যা: 'সাউথ কমিশন' এর বর্তমান নাম 'সাউথ সেন্টার' । এর প্রথম চেয়ারম্যান ছিলেন জুলিয়াস নায়ারে। এর বর্তমান চেয়ারম্যান বেঞ্জামিন উইলিয়াম ম্যাকাপা (২০০৬ - বর্তমান) যিনি তাঞ্জানিয়ার তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন)।


Related Question

সাউথ আফ্রিকান নেতা নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম ---

দি গ্রেট

দি হিউম্যান ফ্যাক্টর

দি লিডার

ম্যান উইথ কারিশমা

আনপ্যারালাল লিডার