এডেন কোন দেশের সমুদ্রবন্দর?
ইয়েমেন
কাতার
ওমান
ইরাক
Description (বিবরণ) :
প্রশ্ন: এডেন কোন দেশের সমুদ্রবন্দর?
ব্যাখ্যা:
অ্যাডেন ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী। অ্যাডেন আধুনিক বন্দরটি গঠিত একটি বিশাল, প্রাকৃতিক আশ্রয়ের পূর্ব দিকে। এই শহরটি বড়, এখনো এটিতে কোন প্রাকৃতিক সম্পদ নেই। তবে, অ্যাডেনের অ্যাডেন ট্যাংক নামে জলাধার রয়েছে।