পূর্বপদ প্রধান সমাস কোনটি ?
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
তৎপুরুষ
বহুব্রীহি
Description (বিবরণ) :
প্রশ্ন: পূর্বপদ প্রধান সমাস কোনটি ?
ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন জানু পর্যন্ত (পর্যন্ত শব্দের অব্যয় আ) = আজানুলম্বিত (বাহু) , মরণ পর্যন্ত = আমরণ।
Related Question
যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
দ্বন্দ্ব সমাস
রূপক সমাস
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ?
সমানাধিকরণ
প্রত্যয়ান্ত
ব্যাধিকরণ
ব্যতিহার
সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ?
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে ----
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
যে সমাসের পূর্বপদ সংখ্যাবচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে-
দ্বন্দ্ব সমাস
রূপক সমাস
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
'উপজেলা' সমস্ত পদটির 'উপ' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক্ষুদ্র
আংশিক
সাদৃশ্য
সামীপ্য