কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য ?
রাজ ও রানী
মেঘনাদ বধ
জমিদার দর্পন
Description (বিবরণ) :
প্রশ্ন: কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য ?
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের মহাকাব্য মেঘনাদ বধ।
মেঘনাদবধ কাব্য ১৯ - শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। কাব্যটি তার শ্রেষ্ঠ কর্ম হিসাবে বিবেচিত হয়।
এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশী মহাকাব্যের ছাপও সুস্পষ্ট।
Related Question
আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ইরাক
আলজেরিয়া
সৌদি আরব
জর্ডান
নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
বিজয়
সুলেখা
সুতনী
রূপসা
নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ?
আম বৃক্ষ
কাঁঠাল বৃক্ষ
সেগুন বৃক্ষ
সাল বৃক্ষ
নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার ?
বিজয়
সুলেখা
সুতনী
রুপসা
কোনটি বাংলা ধাতু?
কৃ
মাগ্
গম্
কাট্
নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় ?
ধ্বনিতত্ত্ব
ভূ তত্ত্ব
রুপতত্ত্ব
বাক্যতত্ত্ব