বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-----
শাহ মুহম্মদ সগীর
সাবিরিদ খান
শেখ ফয়জুল্লাহ
মুহাম্মদ কবীর
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-----
ব্যাখ্যা: শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী। কাব্যরস পরিবেশন অপেক্ষা ধর্মীয় প্রেরণা সৃষ্টির প্রতিই কবির অধিক আগ্রহ লক্ষ করা যায়। সে যুগে দেশি ভাষার রসাশ্রয়ী ধর্মকাহিনী রচনা করার মধ্যে কবির সৎসাহসের পরিচয় মেলে। বাইবেল - কুরআন কিংবা ফিরদৌসী - জামীর অনুসরণে কাহিনী - কাব্যটি কল্পিত হলেও তাতে বাঙলাদেশ ও বাঙালি - জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দশকে রচনা করা হয়েছিল বলে অনুমান করা হয়। তার কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে ড. মুহম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। তিনি কাব্যচর্চায় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তার কাব্যে ধর্মীয় পটভুমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। তার কাব্যে শিল্পমূল্য অতুলনীয়।
Related Question
"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---
পর্তুগিজ ভাষা থেকে
আরবি ভাষা থেকে
দেশী ভাষা থেকে
ওলন্দাজ ভাষা থেকে
বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-----
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
সুধীন্দ্রনাথ দত্ত
বুদ্ধদেব বসু
বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
কেশব চন্দ্র সেন
গিরিশচন্দ্র সেন
মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
মওলানা আকরাম খাঁ
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল----
১৭ এপ্রিল ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১১ এপ্রিল ১৯৭১
১০ জানুয়ারি ১৯৭২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----
১৭ এপ্রিল ১৯৯১
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭৩
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
চট্টগ্রামে
বগুড়ায়
সোনারগাঁওয়ে
রামপালে