কোনো পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?

১৫%

১০%

১২%

১১%


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনো পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?

ব্যাখ্যা: [১০০ - {(৮০ - ৬০) + (৭০ - ৬০) + ৬০}]% = {১০০ - (২০ + ১০ + ৬০)}]% = (১০০ - ৯০)% = ১০%


Related Question

কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ -----

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?

ডাকাবুকা

তুলশী বনের বাঘ

তামার বিষ

ঢাকের বাঁয়া

নিচের কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই?

ব্রিটেন

নিউজিল্যান্ড

স্পেন

সবগুলুই

একক ভরের কোনো বস্তুর ওজন বিষুবীয় অঞ্চলে কত?

৯.৭৯ নিউটন

৯.৭৮ নিউটন

৯.৮১ নিউটন

৯.৮৩ নিউটন

'অর্বাচীন' শব্দের বিপরীত শব্দ কোনোটি?

নবীন

নির্বাচিত

প্রাচীন

বোকা