বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?

১৫ টি

২০ টি

২৫ টি

১৮ টি


Description (বিবরণ) :

প্রশ্ন: বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?

ব্যাখ্যা:

ধরি, প্রশ্নের সংখ্যা x

প্রশ্নমতে, ১৫ + x - ২০/৩ = x × ০.৭৫

বা, ৪৫ + x - ২০/৩ = x × ০.৭৫

বা, ২৫ + x/৩ = x × ০.৭৫

বা, ২৫ + x = x × ২.২৫

বা, ২৫ = ২.২৫x - x

বা, ২৫ = ১.২৫x

অতএব, x = ২৫/১.২৫ = ২০ (উত্তর)


Related Question

বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় -----

১৪ কোটি পাউন্ড

১৩ কোটি পাউন্ড

১০.৫ কোটি পাউন্ড

৯.৫ কোটি পাউন্ড

২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ------

২০,৩০০ কোটি টাকা

১৯,২০০ কোটি টাকা

১৭,১০০ কোটি টাকা

১৯,৫০০ কোটি টাকা