ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমন্ডলের ব্যাপ্তি কত?
প্রায় ৫ কি.মি.
প্রায় ৭ কি.মি.
প্রায় ১০ কি.মি.
প্রায় ১৫ কি.মি.
Description (বিবরণ) :
প্রশ্ন: ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমন্ডলের ব্যাপ্তি কত?
ব্যাখ্যা:
জীবমণ্ডল দ্বারা জল, স্হল ও বায়ুমন্ডলে বসবাসকারী জীবকুল পৃথিবী নামক এ গ্রহকে বুঝায়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬ কিমি উচ্চতা এবং ৭ কিমি গভীরতা পর্যন্ত জীবের সন্ধান পাওয়া যায়। এই (৬ + ৭) ১৩ কিমি পুরু প্রায় গোলাকার সজীব স্তরই জীবমন্ডলের অন্তর্ভুক্ত।
Related Question
ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?
ছায়াবৃত্ত
গুরুবৃত্ত
ঊষা
গোধূলি