কোনটি সুদের হার বাড়ায় না?

বাজারে অর্থের যোগান বৃদ্ধি

পন্যের হার হ্রাস

সরকারি বাজেটের উদ্বৃত বৃদ্ধি

অর্থনৈতিক মন্দা


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনটি সুদের হার বাড়ায় না?

ব্যাখ্যা:

মুদ্রার যোগান বৃদ্ধির ফলে জাতীয় আয় বৃদ্ধির অর্থনৈতিক প্রক্রিয়া হলো বাজারে মুদ্রার দাম বৃদ্ধি পেলে প্রথমে সুদের হার কমে আর সুদের হার কমার কারণে বিনিয়োগ বাড়ে। অতঃপর বিনিয়োগ বাড়ার কারণে গুণক প্রক্রিয়াতে জাতীয় আয় বাড়ে। এই বিষয়টি তখনই পরিলক্ষিত হবে যখন পণ্যবাজার ও মুদ্রা বাজার উভয় ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে ।


Related Question

কোনটি সুদের হার বাড়ায় না?

বাজারে অর্থের যোগান বৃদ্ধি

পণ্যের হার হ্রাস

সরকারি বাজেটের উদ্বৃত্ত বৃদ্ধি

অর্থনৈতিক মন্দা