মুদ্রাস্ফীতির কারন কি?
উৎপাদন বৃদ্ধি
টাকার সরবরাহ বৃদ্ধি
আমদানি বৃদ্ধি
সরকারি কর হ্রাস
Description (বিবরণ) :
প্রশ্ন: মুদ্রাস্ফীতির কারন কি?
ব্যাখ্যা:
মুদ্রাস্ফীতির কারণ সমূহ দু'দিক থেকে বিশ্লেষণ করা যায়। ক. চাহিদার দিকের কারণসমূহ খ. যোগানের দিকের কারণসমূহ। চাহিদার দিকের কারণসমূহঃ অর্থের যোগান বৃদ্ধি, সরকারের ঘাটতি ব্যয়, যুদ্ধ ব্যয়, ব্যবহারযোগ্য আয় বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত ইত্যাদি। যোগানের দিকে কারণসমূহঃ মজুরি মূল্য কুণ্ডলী, উৎপাদন হ্রাস, ভবিষ্যতে মূল্য বৃদ্ধির আশঙ্কা, পূর্ণ নিয়োগ ও অন্যান্য প্রতিবন্ধকতা, সাপ্লাই শর্ট ইত্যাদি ।
Related Question
বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কি?
উৎপাদন বৃদ্ধির জন্য
মুদ্রা সরবরাহ বেশি
কর্মসংস্থানের অভাব
মজুরির হার বেশি
মুদ্রাস্ফীতির সময় মজুদপণ্য মূল্যায়নের কোন পদ্ধতিতে মোট লাভ সর্বোচ্চ হবে?
FIFO
LIFO
গড় ব্যয়
A এবং C
বর্তমান বিশ্বে দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
জিম্বাবুয়ে
কাতার
ভেনেজুয়েলা
দুবাই
বর্তমানে বিশ্বে সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
বলিভিয়া
ভেনেজুয়েলা
ব্রাজিল
রাশিয়া