"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"র রচয়িতা কে?
আলতাফ মাহমুদ
শামসুর রহমান
হাসান হাফিজুর রহমান
আবদুল গাফফার চৌধুরী
Description (বিবরণ) :
প্রশ্ন: "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"র রচয়িতা কে?
ব্যাখ্যা:
আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
১৯৫৪ সালের প্রভাতফেরী তে ১ম গাওয়া হয়৷ । ' জীবন থেকে নেওয়া ' চলচ্চিত্রে জহির রায়হান ব্যবহার করেন।
বিবিসির জরিপে সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় এটি ৩ নাম্বারে আছে।