কর্মবাচ্যের উদাহরণ কোনটি?
তা, আপনার কী করা হয়
দূর থেকে পাহাড় নিচু মনে হয়
কেমন শীত শীত করছে
আসামীকে জরিমানা করা হয়েছে
Description (বিবরণ) :
প্রশ্ন: কর্মবাচ্যের উদাহরণ কোনটি?
ব্যাখ্যা:
কর্মবাচ্যের উদাহরণ : আসামীকে জরিমানা করা হয়েছে।
যখন বাক্যে ব্যবহৃত কর্ম প্রধান হয়ে ওঠে এবং কর্তার চেয়ে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক মূখ্য হয়ে ওঠে বলে মনে হয়, তখন ক্রিয়াপদটি কর্মবাচ্যের ক্রিয়া (Passive Voice) বলা হয়।
যেমন - আমার দ্বারা কাজটি সম্পন্ন হবে।
আমায় দেখা হয়।