কুতুব মিনার কোথায় অবস্থিত?
ইরান
পাকিস্তান
ভারত
ভুটান
Description (বিবরণ) :
প্রশ্ন: কুতুব মিনার কোথায় অবস্থিত?
ব্যাখ্যা:
কুতুব মিনার ভারতে অবস্থিত।
কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত।
ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবেকের আদেশে কুতুব মিনারের নির্মাণকাজ শুরু হয় ১১৯৩ খ্রিষ্টাব্দে, তবে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক ১৩৮৬ খ্রিষ্টাব্দে। ভারতীয় - মুসলিম স্থাপত্যকীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে কুতুব মিনার গুরত্বপূর্ণ।
Related Question
সুউচ্চ কুতুব মিনারটির নির্মাণ কাজ কার শাসনামলে শেষ হয়?
মুহাম্মদ ঘুরী
সুলতান শামসউদ্দিন ইলতুৎমিশ
বলবন
সুলতান কুতুবউদ্দিন আইবেক
'কুতুব মিনার' কোথায় অবস্থিত?
চীন
ভারত
বাংলাদেশ
বার্মা