নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

বিষের বাঁশী

চক্রবাক

আগ্নিবীণা

সাম্যবাদী


Description (বিবরণ) :

প্রশ্ন: নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

ব্যাখ্যা:

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'। এ কাব্যের অন্যতম কবিতা 'বিদ্রোহী', যা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী প্রএিকায় প্রকাশিত হয়।


Related Question

নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?

বিদ্রোহী

মুক্তি

রণসংগীত

লিচু চোর

নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?

সাপ্তাহিক বিজলীতে

মাসিক মোসলেম ভারতে

দৈনিক ছোলতানে

দৈনিক নবযুগে

নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?

মোসলেম ভারত

বিজলী

দৈনিক নবযুগ

ধূমকেতু

নারী 'কবিতাটি নজরুলের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত ?

বিষের বাঁশি

সর্বহারা

সাম্যবাদী '

সিন্ধ-হিন্দোল