সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য ------

ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা

ইরাকের কুয়েত দখল অবসান করা

স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা

উপরের সবকটি


Description (বিবরণ) :

প্রশ্ন: সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য ------

ব্যাখ্যা:

সৌদি আরবে তেল আবিষ্কৃত হওয়ার পর আয়তনে পশ্চিম এশিয়ার বৃহত্তম রাষ্ট্রটি দ্রুত একটি সম্পদশালী রাষ্ট্রে পরিণত হয় কিন্তু রাষ্ট্রটির আয়তনের অনুপাতে জনসংখ্যার পরিমাণ কম এবং রাষ্ট্রটির ৯৫% ভূমিইমরুভূমি এজন্য সৌদি সরকার সবসময়ই তাদের তুলনামূলকভাবে জনবহুল কিন্তু দরিদ্রতর প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে ছিলসৌদি আরবের মোট জনসংখ্যা ছিল মাত্র ৫০ লক্ষের কিছু বেশি! স্বাভাবিকভাবেই, জনসংখ্যা কমপক্ষে হওয়ায় সশস্ত্রবাহিনীতে যোগদানের উপযুক্ত লোকের সংখ্যাও ছিল কম, ফলে সৌদি সশস্ত্রবাহিনী সংখ্যাগত দিক থেকে ছিল বেশ দুর্বলসৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাছে একটি পথই খোলা ছিলসৌদি আরবের মাটিতে মার্কিন সৈন্য মোতায়েন করা