'কাশবনের কন্যা' -- কোন ধরনের রচনা?
উপন্যাস
কাব্যগ্রন্থ
ছোটগল্প
নাটক
Description (বিবরণ) :
প্রশ্ন: 'কাশবনের কন্যা' -- কোন ধরনের রচনা?
ব্যাখ্যা:
'কাশবনের কন্যা' - - উপন্যাস জাতীয় রচনা।
শামসুদ্দীন আবুল কালাম (১৯২৬ - ১০ জানুয়ারি, ১৯৯৭) বাংলা সাহিত্যের বাংলাদেশের কথাসাহিত্যিক ও উপন্যাসিক। তিনি ১৯২৬ সালের আগস্ট মাসে বরিশাল জেলার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পদার্থবিদ অধ্যাপক এ. এম. হারুন - অর - রশিদ - এর মামা।
তার রচনায় বাংলার মানুষের গ্রামীণ জীবন বিস্তারিতভাবে দেখা যায়। আবেগ এবং প্রেমের আধিক্য তার লেখায় যথেষ্ট বিরাজমান।
উপন্যাসসমূহ সম্পাদনা :
আলমনগরের উপকথা (১৯৫৪)
কাশবনের কন্যা (The Girl in the Reeds, ১৯৫৪)
দুই মহল (Two Mansions, ১৯৫৫)
কাঞ্চনমালা (The gold necklace, ১৯৫৬)
জীবনকাব্য (The Parts of Life, ১৯৫৬)
Related Question
' কাশবনের কন্যা' গ্রন্থটির লেখক কে?
আবুল কালাম শামসুদ্দিন
শামসুদ্দীন আবুল কালাম
আবুল ফজল
জসীমউদ্দীন
' কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
নাটক
উপন্যাস
কাব্য
ছোটগল্প
'কাশবনের কন্যা' -- কোন ধরনের রচনা?
উপন্যাস
কাব্যগ্রন্থ
ছোটগল্প
নাটক
'কাশবনের কন্যা' উপন্যাস কার লেখা?
আবুল কালাম শামসুদ্দিন
আবু জাফর শামসুদ্দিন
শামসুদ্দীন আবুল কালাম
আবদুল গাফফার চৌধুরী
”কাশবনের কন্যা” কোন জাতীয় রচনা?
নাটক
কাব্য
ছোটগল্প
উপন্যাস
'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
নাটক
উপন্যাস
কাব্য
ছোটগল্প