ময়ূর সিংহাসন নির্মাণ করেন--
সম্রাট শাহজাহন
তুঘলোক
সম্রাট আকবর
আওরঙ্গজেব
Description (বিবরণ) :
প্রশ্ন: ময়ূর সিংহাসন নির্মাণ করেন--
ব্যাখ্যা:
prince of builders নামে খ্যাত সম্রাট শাহজাহান নির্মিত সিংহাসনের নাম ময়ূর সিংহাসন।
পরবর্তীতে ১৭৩৯ সালে নাদির শাহ ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন।
বর্তমানে ময়ূর সিংহাসন ইরানে আছে।
Related Question
‘ময়ূর সিংহাসন’ এর নির্মাতা কে?
সম্রাট আকবর
সম্রাট শাহজাহান
সম্রাট জাহাঙ্গীর
সম্রাট আওরঙ্গজেব