'ক' থেকে 'ম' পর্যন্ত ২৫টি ব্যঞ্জনবর্ণকে বলে ___

মৌলিক বর্ণ

যৌগিক বর্ণ

বর্গীয় বর্ণ

উষ্ম বর্ণ


Description (বিবরণ) :

প্রশ্ন: 'ক' থেকে 'ম' পর্যন্ত ২৫টি ব্যঞ্জনবর্ণকে বলে ___

ব্যাখ্যা:

স্পর্শধ্বনি/ বর্গীয় ধ্বনি (বর্গগুলো এই পর্যন্ত সীমিত)

নাম

উচ্চারণ প্রণালী

অঘোষ

ঘোষ

নাসিক্য

অঘোষ

অঘোষ

ঘোষ

অল্পপ্রাণ

মহাপ্রাণ

অল্পপ্রাণ

মহাপ্রাণ

অল্পপ্রাণ

মহাপ্রাণ

মহাপ্রাণ

ক - বর্গীয় ধ্বনি

(কণ্ঠ্য ধ্বনি)

জিহবার গোড়া নরম তালুর পেছনের অংশ স্পর্শ করে

চ - বর্গীয় ধ্বনি

(তালব্য ধ্বনি)

জিহবার অগ্রভাগ চ্যাপ্টা ভাবে তালুর সামনের দিকে ঘষা খায়

য য়

ট - বর্গীয় ধ্বনি

(মূর্ধন্য ধ্বনি)

জিহবার অগ্রভাগ কিছুটা উল্টিয়ে ওপরের মাড়ির গোড়ার শক্ত অংশ স্পর্শ করে

ত - বর্গীয় ধ্বনি

(দন্ত্য ধ্বনি)

জিহবা সামনের দিকে এগিয়ে ওপরের দাঁতের পাটির গোড়া স্পর্শ করে

প - বর্গীয় ধ্বনি

(ওষ্ঠ্য ধ্বনি)

দুই ঠোঁট বা ওষ্ঠ ও অধর জোড়া লেগে উচ্চারিত হয়


Related Question

'ঝিনুক থেকে মুক্তা মেলে' এখানে 'ঝিনুক' কোন কারক?

অপাদান কারক

সম্প্রদান কারক

কর্ম কারক

অধিকরণ কারক