কোন শব্দকে বিশেষণ করা যায় না ?
রূঢ়ি শব্দ
যোগরূঢ় শব্দ
মৌলিক শব্দ
যৌগিক শব্দ
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন শব্দকে বিশেষণ করা যায় না ?
ব্যাখ্যা:
মৌলিক শব্দকে বিশেষণ করা যায় না।
যে - সব শব্দকে বিশ্লেষণ করলে আর কোন শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। অর্থাৎ, যে সব শব্দকে ভাঙলে আর কোন অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমনঃ গোলাপ, নাক, লাল, তিন, ইত্যাদি।
এই শব্দগুলোকে আর ভাঙা যায় না, বা বিশ্লেষণ করা যায় না। আর যদি ভেঙে নতুন শব্দ পাওয়াও যায়, তার সঙ্গে শব্দটির কোন অর্থসঙ্গতি থাকে না। যেমন, উদাহরণের গোলাপ শব্দটি ভাঙলে গোল শব্দটি পাওয়া যায়।
কিন্তু গোলাপ শব্দটি গোল শব্দ থেকে গঠিত হয়নি। এই দুটি শব্দের মাঝে কোন অর্থসংগতি নেই। তেমনি নাক ভেঙে না বানানো গেলেও নাক না থেকে আসেনি। অর্থাৎ, এই শব্দগুলোই মৌলিক শব্দ।
Related Question
কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না ?
রূঢ়ি শব্দ
যোগারূঢ়
মৌলিক শব্দ
যৌগিক শব্দ
সমস্যমান পদ গুলোর কোনটিকে না বুঝিয়ে সমস্ত পদে অন্য কোন শব্দকে বোঝানো হলে তাকে কোন সমাস বলে?
কর্মধারয়
অব্যয়ীভাব
তৎপুরুষ
বহুব্রীহি সমাস