’কোথায় থাকা হয়?” এটি কোন বাচ্যের উদাহরণ?

ভাব বাচ্যের

কর্তৃবাচ্যের

কর্ম-কর্তৃ বাচ্যের

কর্ম বাচ্যের


Description (বিবরণ) :

প্রশ্ন: ’কোথায় থাকা হয়?” এটি কোন বাচ্যের উদাহরণ?

ব্যাখ্যা:

’কোথায় থাকা হয়?” এটি ভাব বাচ্যের উদাহরণ।

যখন বাক্যে ব্যবহৃত পদের ভিতর ক্রিয়াপদই প্রধান হয়ে প্রতিভাত হয়, তখন ব্যবহৃত পদটি ভাববাচ্য হিসাবে বিবেচিত হয়।

প্রত্যয়জাত কোনো বিশেষ্য পদে ক্রিয়ার ভাব বিদ্যমান থাকে, তখন তা ভাববাচ্য বিবেচিত হয়। যেমন– গ্রহণ = √গ্রহ্ (গ্রহণ করা) + অন্ (ল্যুট), ভাববাচক।