• সি প্রোগ্রামিং
  • এইচটিএমএল
  • সিএসএস
  • জাভাস্ক্রিপ্ট
  • পিএইচপি
  • এসকিউএল
  • বুটস্ট্রাপ
  • অন্যান্য
    চাকরীর প্রস্তুতি নিন বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড
    আমাদের সম্পর্কে
  • ফোরাম

স্যাট একাডেমি

শিক্ষা নিয়ে বাণিজ্য নয়, আসুন শিক্ষা বাণিজ্যকে "না" বলি।

প্রাইভেসি পলিসি এবং শর্তাবলী

ব্যবহারকারীর সীমাবদ্ধতাঃ

এই ওয়েবসাইটে প্রদর্শিত সকল কনটেন্ট ও লাইসেন্সধারী সম্পত্তি ট্রেডমার্ক আইন-২০০৯, কপিরাইট আইন (সংশোধিত ২০০৫) এর মাধ্যমে সংরক্ষিত। আমাদের সাইটের যাবতীয় লেখা বা তথ্য অথবা কনটেন্ট আমাদের নিজস্ব সম্পত্তি হিসাবে সংরক্ষিত।

আমাদের সীমাবদ্ধতাঃ

আপনি যখন স্যাট একাডেমির নিকট কোনো লেখা অথবা পোস্ট জমা দেন, তখন সেটা আমাদের সাইটের সম্পত্তি হিসেবে গৃহীত হয় এবং যখন কোনো লেখা পোস্ট করা হয় তখন পোস্টে পোস্টদাতার নাম উল্লেখ করে দেওয়া হয়। আপনি আমাদের অনুমোদিত কোনো ব্যক্তি, আপনার পোস্টিং বা উপস্থাপনাগুলির নাম,ই-মেইল ঠিকানা বা লেখক হিসাবে আপনাকে শনাক্ত করার অধিকার হিসাবে আমরা যথোপযুক্ত মনে করি।

আপনার দ্বারা জমা দেওয়া কোনো লেখা বা তথ্য আমরা যেকোনো সময় তথ্য সংশোধন, অনুলিপি, পুনরুৎপাদন, পুনঃপ্রকাশ, আপলোড, পোস্ট, প্রেরণ, অনুবাদ, বিক্রয়, সেবা ইত্যাদি কাজে ব্যবহার বা বিতরণ এমনকি ই-মেইল বা অন্যান্য যেকোনো ইলেকট্রনিক উপায়ে তথ্য ব্যবহার করতে পারি সেক্ষেত্রে তা আমাদের নিজস্ব সম্পত্ত্বি হিসাবে অনুমোদিত হবে।

বিশেষ সুবিধার সীমাবদ্ধতাঃ

আপনাকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আপনার ব্যক্তিগত তথ্য সরবরাহের জন্য আপনাকে আমাদের দেওয়া নিবন্ধন ফর্মটিতে আপনার নাম এবং ই-মেইল ঠিকানা ইত্যাদি তথ্য প্রদান করার প্রয়োজন হতে পারে। আপনি নিজের সম্পর্কে সত্য এবং সম্পূর্ণ নির্ভুল তথ্য প্রদানের জন্য সম্মত থাকবেন। আপনার থেকে সংগৃহীত ডাটা ব্যক্তিগত তথ্য,ইউজার নাম,পাসওয়ার্ড,ই-মেইল,মোবাইল নাম্বার অন্যান্য সংরক্ষিত তথ্য বৈধ অ্যাক্সেস,এর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব। যদি আমাদের সন্দেহ হয় যে, আপনার দেওয়া তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে আপনার একাউন্ট স্থগিত বা বাতিল করা হবে, এবং আপনাকে সত্যতা প্রমাণেের সুযোগ দেওয়া হবে।

ব্যবহারের শর্তাবলীঃ

আমাদের ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে ব্যবহারের শর্তাবলী পড়ে নিন।যেকোনো সময় আমাদের ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী পরিবর্তন বা সাইট ব্যবহারের সময় নতুন শর্ত আরোপ করতে পারি, এবং গৃহীত পরিবর্তনের একটি নোটিশ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আমাদের ওয়েবসাইট টি ব্যবহার করতে চাইলে আমাদের ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী এবং গোপনীয়তা বিজ্ঞপ্তি এবং অন্যান্য শর্তাবলী মানতে হবে।

আপনি আমাদের ওয়েবসাইটের জন্য লিখতে পারেন। সে জন্য আপনাকে আমাদের যোগাযোগ ফর্ম এর মাধ্যমে আপনার নাম তথ্য ও কন্টেন্ট জমা দিতে হবে, স্যাট একাডেমি টিম আপনার কন্টেন্টটি পর্যালোচনা করবে এবং কন্টেন্ট এর গুণগতমান বিশ্লেষণ করে যথাযথ বিভাগে প্রকাশ করবে। নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে তা উল্লেখ করে দিতে হবে।

আপনি মন্তব্য বক্সে আমাদেরকে যেকোনো কনটেন্ট সম্পর্কে আপনার মতামত অথবা পরামর্শ শেয়ার করতে পারেন,

স্যাট একাডেমি তার সকল ব্যবহারকারীদের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে পরামর্শ দিচ্ছে।হুমকী, হয়রানি বা যে কোন গ্রুপ বা ব্যক্তির বিরুদ্ধে বর্ণবাদ, ধর্মান্ধতা, ঘৃণা, কোন ধরনের বৈষম্যকে প্ররোচিত করে এমন সব বিষয়ে পোষ্ট শেয়ার করা থেকে বিরত থাকতে নির্দেশ দিচ্ছে।

স্যাট একাডেমি এর অনুমতি ছাড়া কোনো কনটেন্ট, আর্টিকেল(টেক্সট, ইমেজ, ভিডিও) টিউটোরিয়াল সম্পূর্ণ অথবা আংশিক পরিবর্তন সংশোধন, অনুলিপি, পুনরুৎপাদন, পুনঃপ্রকাশ, আপলোড, পোস্ট, প্রেরণ, অনুবাদ, বিক্রয়, এবং আমাদের দ্বারা অনুমোদিত নয় এমন কোনো সংস্থানে স্যাট একাডেমির সম্পত্তি ব্যবহার করতে পারবেন না।নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ বা নিজস্ব বলে প্রচার প্রচারনা কঠোরভাবে নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় হবে ।

কমেন্ট বক্সে সমালোচনামূলক, অপমানজনক বা আপত্তিকর ভাষা ব্যবহার স্যাট একাডেমির ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করে। তাই এ ধরণের ভাষা ব্যবহার কাম্য নয়।তবে আপনি মার্জিত ভাষায় অভিযোগ, পরামর্শ বা মতামত প্রদান করতে পারেন।

আমাদের ওয়েবসাইট টি শুধুমাত্র আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে, অন্য কোনো ওয়েবসাইটে প্রকাশ পূর্বক নিজস্ব বলে প্রচারনা করা আইনত দন্ডনীয়।প্রকাশ করলে আমাদের লিঙ্ক সহ প্রকাশ করতে হবে।

সহিংসতা বা নিয়ম লঙ্ঘন এ উৎসাহ প্রদান বা প্রচার কোনো ক্রমেই প্রত্যাশিত নয়।

আমাদের সাইট সম্পূর্ণ শিক্ষামূলক, শিক্ষামূলক প্রতিষ্টানে শেখার উদ্দেশ্যে স্যাট একাডেমির সাইট সকলের জন্য উম্মুক্ত।

স্যাট একাডেমী ব্লগে যৌনতাপূর্ণ কনটেন্ট ধারণকারী কোন লিঙ্ক পোস্টিং নিষিদ্ধ।

কোন অবৈধ, ভুল বা মিথ্যা তথ্য সম্পন্ন লিঙ্ক মন্তব্য বক্সে পোস্ট বা উত্তর এর সাথে প্রদান করা নিষিদ্ধ।

কোন ভাইরাস সফ্টওয়্যার, কম্পিউটার কোড, ফাইল বা প্রোগ্রাম, কম্পিউটার সফ্টওয়্যার বা হার্ডওয়্যারের জন্য ক্ষতিকারক কোনো কিছু কমেন্টে বা লেখা জমাদান অংশে প্রেরণ সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দন্ডনীয়।

বিজ্ঞাপন, পণ্য প্রচার সরাসরি কমেন্টে অনুমোদিত নয়।

স্পাইডার, রোবট, ডেটা মাইনিং কৌশল বা অন্যান্য স্বয়ংক্রিয় ডিভাইস বা প্রোগ্রাম ব্যবহার করা নিষিদ্ধ।

তৃতীয় পক্ষের লিঙ্ক ব্যবহার করার আগে, আপনাকে তাদের ব্যবহারের শর্তাবলী এবং গোপনীয়তার নীতি ভাল পড়তে হবে। স্যাট একাডেমি ঐসব ওয়েবসাইটের বা কন্টেন্টসমূহের জন্য দায়ী নয়।

আপনি যদি ব্যবহারের শর্তাদির কোনো লঙ্ঘন লক্ষ্য করলে অবিলম্বে info@sattcademy.com এ অবহিত করুন।

এই ব্যবহারের শর্তাবলীর অধীনে স্যাট একাডেমি এর অধিকার ও রক্ষিত হবে এবং চর্চা করা হবে।

সাইটে প্রবেশ নিষিদ্ধকরণঃ

স্যাট একাডেমি ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করার কারণে, আপনার অ্যাক্সেস বন্ধ করা হতে পারে। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্য সহ আপনার কোনো অবৈধ কার্যকলাপের তথ্য স্যাট একাডেমি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার অধিকার রাখে।

ব্যবহারকারী এবং আমাদের মধ্যকার এই চুক্তিটি স্যাট একাডেমি এর গোপনীয়তার নীতির অন্তর্ভুক্ত, যা সম্পূর্ণ চুক্তি গঠন করে এবং এটি সংশোধন বা পরিবর্তন এর অধিকার সম্পূর্ণরূপে স্যাট একাডেমি সংরক্ষণ করে। ব্যবহার সম্পর্কিত এবং ব্যবহারের শর্তাবলী সম্পর্কিত আরো জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

স্যাট একাডেমি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।

ক্লায়েন্ট সাইড টিউটোরিয়াল
  • HTML টিউটোরিয়াল
  • CSS টিউটোরিয়াল
  • BootStrap টিউটোরিয়াল
  • JavaScript টিউটোরিয়াল
  • jQuery টিউটোরিয়াল
  • AngualarJs টিউটোরিয়াল
সার্ভার সাইড টিউটোরিয়ায়াল
  • পিএইচপি টিউটোরিয়াল
  • এসকিউএল টিউটোরিয়াল
  • ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল
অন্যান্য
  • SATT IT
  • SATT FORUM
  • SATT HOST
  • SATT BLOG
যোগাযোগের ঠিকানা

524 (first floor)
Manik Mia Road,
Talaimari, Rajshahi

(+88) 01850 054 500
(+88) 01700 653 799

info@sattacademy.com

  • About Us
  • Terms and Conditions
  • FAQs
  • Privicy Policy
  • Disclaim
  • cookies

© ২০১৮ স্যাট আইটি কর্তৃক সরবরাহকৃত