Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/sattacad/public_html/blog/wp-config.php on line 101
সিলিন্ডারের মেয়াদ যাচাই করুনঃ | স্যাট একাডেমী ব্লগ
Site icon স্যাট একাডেমী ব্লগ

সিলিন্ডারের মেয়াদ যাচাই করুনঃ

শহুরে জীবনে রান্নার কাজে তরলীকৃত গ্যাসের বিকল্প নেই বললেই চলে। ইদানীং মফস্বল শহরেও রান্নার কাজে তরলীকৃত গ্যাস ব্যবহৃত হচ্ছে। এ সুযোগে বিভিন্ন কোম্পানি সিলিন্ডারে করে গ্যাস সরবরাহ করছে। কিন্তু প্রায়শই শোনা যাচ্ছে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। তাই দুর্ঘটনা ঘটার আগেই দেখে নিন গ্যাস সিলিন্ডারের মেয়াদ।

আমরা আসুন জেনে নেই সিলিন্ডার এর মুল বিষয় গুলো:

*আমরা প্রায় অনেকেই বাড়িতে হোটেলে গ্যাস-সিলিন্ডার ব্যবহার করি, অনেক সময় শুনা যায় যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে মানুষ মারা গেছেন, কিন্তু এটা ব্লাস্ট কেন হয় তা অনেকে জানি না।

*সব জিনিসের মত সিলিন্ডারেরও মেয়াদ শেষ বা expiry date থাকে যা আমরা অনেকে জানি না। মেয়াদ শেষ হওয়া কোন সিলিন্ডারকে ঘরে রাখা মানে টাইম বোমা রাখার সমান।

*আমরা চিনবো কিভাবে যে সিলিন্ডার মেয়াদপূর্ণ?

*ফটোতে মার্ক করা কালো রং এর লেখাটাই হল এক্সপায়ারি ডেট। এখানে A, B, C, D সংকেত দিয়ে বুঝানো হয়েছে।

A = বছরের প্রথম তিন মাস যেমন: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ।
B = তার পরের তিন মাস যেমন: এপ্রিল, মে, জুন।

একইভাবে C, D দ্বারা ক্রমানুসারে বাকি ছয় মাসকেই বুঝানো হয়।

আর সবার শেষে বছরের শেষ দুই ডিজিট থাকে,
অর্থাৎ C13 (এখানে 13 দিয়ে 2013 ইং বোঝানো হয়েছে) যদি C18 থাকে তার মানে হল 2018 সালের জুলাই, আগস্ট, অথবা সেপ্টেম্বর মাসেই আপনার সিলিন্ডারের মেয়াদ বা expiry date হবে।

#বিঃদ্রঃ- মেয়াদের লেখাটা সিলিন্ডারের
প্রকারভেদে বিভিন্ন স্থানে লেখা থাকতে পারে , দোকান হতে নেয়ার সময় সেটা ভালো করে জেনে নেবেন।