Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/sattacad/public_html/blog/wp-config.php on line 101
কো-লোকেশন কি? | স্যাট একাডেমী ব্লগ
Site icon স্যাট একাডেমী ব্লগ

কো-লোকেশন কি?

আপনার সার্ভার অন্য কোন প্রতিষ্ঠানে রেখে বিদ্যুৎ, ইন্টারনেট সার্ভিস গ্রহণ করাকে কো-লোকেশন সার্ভিস বলে। বিস্তারিত জানতে ব্লগ আর্টিকেলটি পড়ুন

অতিরিক্ত খরচ ও তত্তাবধানের অভাবে আপনার নিজস্ব বাড়িতে যেহেতু সব ধরনের সুবিধা দিয়ে একটি সার্ভার ম্যানেজ করতে পারছেন না। তাই এমন একটি কো- লোকেশন পরিবেশে আপনার কেনা সার্ভার রাখুন যেখানে-

কো- লোকেশন কি?

এরকম কিছু সার্ভিস প্রভাইডার আছে যারা মাসিক ভাড়ায় সার্ভার তাদের কাছে রাখবে। এই পদ্ধতিকে কো-লোকেশন বলে।

যারা কো-লোকেশন সার্ভিস প্রদান করে তাদের কো-লোকেশন সার্ভিস প্রভাইডার বলে।

অবস্থানকে কোলোকেশন ডাটা সেন্টার বলে।অনেক প্রোভাইডার ম্যানেজ সার্ভিসও প্রদান করে থাকে।তারাই পাবলিক আইপি প্রদান করে। সাধারনত সার্ভারের সাইজ এর উপর ভিত্তি করে টাকা প্রদান করতে হয়।

আমরা ভাল হোস্টিং প্রভাইডারের কাছে আমাদের ওয়েবসাইট হোস্ট করার পরামর্শ দিয়ে থাকি। এছাড়া ও  বিস্তারিত ডোমেইন হোস্টিং সম্পর্কে জানতে নিচের লিঙ্কগুলো ভিজিট করতে পারেন। হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে  SSD  হোস্টিং  দিচ্ছে   স্যাট হোস্ট

বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি   www.satthost.com   

সার্ভার কি?   

ওয়েব হোস্টিং- কি?

 ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট  সার্ভার কি?

ডেডিকেটেড সার্ভার কি?

 রিসেলার হোস্টিং  কি?

 ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?

 উইনডোজ এবং লিনাক্স হোস্টিং?

স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com

অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।