Site icon স্যাট একাডেমী ব্লগ

বিনামূল্যে ২১ জেলায় ১০,৫০০ নারীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ সাথে ৪০০০টাকা ভাতা পাবেন। শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।

ICT-Satt

দেশের ২১ জেলার ২১ উপজেলায় তিনটি বিভাগে নারীদের প্রশিক্ষণ দেবে সরকার। ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ নামে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ খাতে ২১ টি জেলায় নারীরা প্রশিক্ষণ পাবেন।

আইসিটি অধিদপ্তরের অধীনে এই প্রকল্পটির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০,৫০০ জন এর মধ্যে চার হাজার নারীকে ‘ফ্রিল্যন্সার টু এন্ট্রাপ্রেনার’, চার হাজার নারীকে আইসিটি সার্ভিস প্রোভাইডার এবং দুই হাজার নারীকে কলসেন্টার এজেন্ট বিষয়ক প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে।

যোগ্যতা: বয়স ১৮-৪০, এইচএসসি পাশ, ল্যাপটপ থাকতে হবে, শেখার ও উদ্যোক্তা মানসিকতা, প্রাথমিক আইটি জ্ঞান থাকতে হবে।

কোন কোন জেলা: সাভার, ফরিদপুর, জামালপুর, ময়মনসিংহ, ন্ওগা, পটুয়াখালী, টাঙ্গাইল, বরিশাল, হাটহাজারি চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালি, রাঙ্গামাটি, খুলনা, যশোর, কুষ্টিয়া, পবা রাজশাহী, বগুড়া, পাবনা, রংপুর, দিনাজপুর ও সিলেট সদর।

আবেদনের শেষ সময় : ২২ জুলাই, ২০১৮

আবেদন প্রক্রিয়া: নিজ জেলার জেলা প্রশাসক বরাবর সরাসরি  আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে। অথবা অনলাইনেও আবেদন করা যাবে।

আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তী এবং আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন।

বিস্তারিত জানতে সাইটে ভিজিট করুন http://www.doict.gov.bd/