Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/sattacad/public_html/blog/wp-config.php on line 101
মুগ্ধতা | স্যাট একাডেমী ব্লগ
Site icon স্যাট একাডেমী ব্লগ

মুগ্ধতা

  • মুগ্ধতা

আচ্ছা আপনি আমায় কেন দেখতে চান বারবার..?
— মানুষ মুগ্ধ হতে ভালবাসে, প্রকৃতির রূপে, মানুষের সৌহার্দ্যে আর ঠিক তেমন সৌন্দর্যেও।

চেহারার সৌন্দর্যটাই কি সব..? মনেরটা কিছুই নয়…?
— তবে ফুলের কেন রূপ ভালবাসো.? কেন কাছে পেলে ঘ্রাণে মেতে থাকো..?
কেন সমুদ্র – পাহাড় তৃণলতা আর অরণ্যে তোমার মন ছুটে যায়..?
কেন তাদের রূপে মুগ্ধ হয়ে ভালবাসো..? কখনোওকি তাদের বুক চিরে মনটা দেখেছো..? মন কিবা তাদের দেখা যায় নাকি তোমার..?
তবে কেন বলো মুগ্ধ হতে শূন্যতায়.?
চোখ যদি মনের কথা বলে, আর মুখচ্ছবি যদি মনের আয়না হয়, তবে কেন দেখতে দাওনা তোমার মনটা আমায়..?

আমি যে মুগ্ধ আপনাতে, তাই বড্ড ভয় পাই…😊
হারাবার, সময়টা ফুরোবার।
— ভালবাসা যদি সত্যি হয়, ভরসা রাখতেও শিখে নিতে হয়l

 

#Pias©Sattacademy