Site icon স্যাট একাডেমী ব্লগ

রমজানে করণীয় ও বর্জনীয় গুরুত্বপুর্ণ আমলসমূহ….

বর্জনীয় কাজসমূহ :

01. বিলম্বে ইফতার করা।

02. সাহরী না খাওয়া।

03. মিথ্যা বলা এবং অন্যান্য পাপ কাজ করা।

04. অপচয় ও অপব্যয় করা।

05. সুন্নাহ ত্যাগ করা।

06.রক্তমোক্ষক ব্যবহার করে রক্ত না নেওয়া।

07.কানে ড্রপ না দেওয়া।
 
08. সময় অতিবাহিত করার জন্য খেলাধুলা করা।

09.রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার না করা।

10 টুথ পেস্ট টুথব্রাশ, সিওয়াক ও পানি দিয়ে দাঁত মুখ পরিস্কার পরিছন্ন রাখা।

11.মিউজিকের ছন্দে ডুব না দেয়া

12.টিভি, শপিং, ঘুম, ভোজ ও মজাদার রান্নাবান্নায় সময়   নষ্ট না  করা।

13. তারাবীহ নামাজ আদায়ে অলসতা করা

14. জামায়াতের সাথে ফরজ নামাজ আদায়ে অলসতা করা
15. লোক দেখানো ইবাদত বন্দেগী করা

16 .বিবাদ করা

17. বেহুদা কাজে রাত জাগা
 

করণীয় আমল সমূহ:

01. পুরো রমজান মাস রোজা পালন করা

02 .সময়মত নামাজ আদায় করা

03. ইফতারের আগে দোয়া করা

04 .তারাবীহ নামাজ পড়া

05. মিসওয়াক করা

06. কথা ও কাজে মিথ্যাচার বর্জন করা

07. বিবাদ এড়িয়ে চলা

08. কল্যাণমূলক কাজ বেশি বেশি করা

09. বেশি বেশি কুরআন পড়া

10. শবে ক্কদর তালাশ করা

11. তওবা করা

12. তাকওয়া অর্জন করা

13. সাদকাতুল ফিতর আদায় করা

14.বেশি বেশি নফল নামাজ পড়।

15. বেশি জিকির করা

16. বেশি বেশি তওবা করা।

17.দৃষ্টিকে হেফাজত করা।

18.জবানকে হেফাজত করা।

19. গীবত থেকে বেঁচে থাকা।

20.কানের হেফাজত করা।

21.শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে হেফাজত করা।

লিখেছেনঃ    Sinan Ahmed

সুত্রঃ স্যাট  একাডেমি

Exit mobile version