Site icon স্যাট একাডেমী ব্লগ

রূপক আমার আমি

রূপক আমার আমি

#পিয়াস

মেঘ পুড়েছে উড়ছে ধোঁয়া,
মেঘের মতই রঙ,
আমার বুকেও আমার মতই,
অন্য কারও শঙ।
গোলাপ দিঘির স্নিগ্ধ বুকে
নদীর মতই জল,
শাপলা রেণুর মায়ায় রঙা,
ফুটেছে উৎপল।
নাম না জানা নাম গড়েছে
বুকের দেয়াল পঞ্জি,
এক কবিতায় বর্ণমালার
হরেক রকম রঞ্জী।
করতালের ঐ ডোরাগুলির
কি যে দারুণ মিল,
রম্যভূমির রূপভেদ তবু,
কোণায় গাঢ় তিল।
অক্ষি দুটির বর্ণ গড়ন,
একই রকম তাল,
লালচে রঙের আভাস তবু,
ছোঁয়নি পাশের ডাল।
এক আমিতেই হাজার আমি,
মরুর বুকে ঝিল,
অন্য বুকের খাঁজে তবে
কেমনে খুঁজি মিল।

Exit mobile version