Site icon স্যাট একাডেমী ব্লগ

ডেডিকেটেড সার্ভার কি এবং কেন?

আজকের এই পর্বে স্যাট একাডেমির ডোমেইন হোস্টিং ব্লগ বিষয়ে আমরা আলোচনা করবো ডেডিকেটেড সার্ভার নিয়ে। ধীরে ধীরে আমরা ডোমেইন হোস্টিং সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিব। আমাদের সাথেই থাকুন।

ডেডিকেটেড সার্ভার নিজেই একটি কম্পিউটার সিস্টেম। আপনার যদি এই সার্ভার থাকে তার মানে এটিতে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে নিজের বাসার কম্পিউটারের মতোই এটিতে সফ্টওয়্যার ইনস্টল করতে, বন্ধ বা রিস্টারর্ট করতে পারবেন।

ডেডিকেটেড সার্ভার কেনো প্রয়োজনঃ

যদি আপনার নিজের অনেক বেশি ভিজিটর থাকে।
এমন কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে যা শেয়ার হোস্টিং এ অনুমোদন নাই।
আপনার ওয়েবসাইট যদি অনেক বেশি নিরাপত্তা দরকার হয়।
ওয়েব হোস্টিং ব্যবসা যারা করে। ডেডিকেটেডকে ভাগ করে বিক্রি যারা করে।

সুবিধা ও অসুবিধাঃ
নিজের সার্ভার নিজের মতো ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে সার্ভার বন্ধ রাখতে পারবেন বা রিস্টার্টও করতে পারবেন। সার্ভারের বায়োসে ঢুকতে পারবেন কোন পোর্ট বন্ধ করতে চাইলে তাও করতে পারবেন।তবে ডেডিকেটেড সার্ভার পরিচালনা করতে একটু কঠিন হতে পারে। সেক্ষেত্রে ম্যানেজড সার্ভিস নিতে হবে।

ডেডিকেটেড সার্ভার একটি স্বয়ংসম্পূর্ণ ইন্টারনেট সার্ভার । যেখানে ইউজার নিজ পছন্দমত অপারেটিং রিস্টেম , হার্ডওয়ার , সফটওয়্যার ব্যবহার করতে পারে । এবং ডেডিকেটেড সার্ভারে থাকে নিজস্ব রিসোর্স যা শেয়ার্ড নয় বরং ইউজার ইচ্ছা করলে রিসোর্স শেয়ার করে ইউজ করতে পারবে । অর্থাৎ একটি ডেডিকেটেড সার্ভারে সম্পূর্ণ কর্তিত্ব থাকে ইউজার এর হাতে ।অার ডেডিকেটেড ভিপিএস এ অাপনাকে যা দেওয়া হবে তাই ই অাপনি পাবেন অন্যরা এতে ভাগ পাবে না কিংবা অাপনি অন্যদের টার ভাগ পাবেন না । যেমন: KVM VPS

হাই ট্র্যাফিক ওয়েব সাইট , ওয়েব হোস্টিং বিজনেস বা কর্পোরেট সার্ভিস এর ক্ষেত্রে ডেডিকেটেড সার্ভার ইউজ হয়ে থাকে ।

একটি ডেডিকেটেড সার্ভার এর উদাহরন দেখা যাক :

PROCESSOR : Xeon Quad-Core X3440 2.53GHz
HARD DISK : 500GB Enterprise SATAIII
MEMORY : 8 GB
CPU : 8 CPUs
MONTHLY BANDWIDTH : 10TB
FREE IP ADDRESS : 5
CPANEL/WHM : Yes

ডেডিকেটেড সার্ভার/ ডেডিকেটেড হোস্টিংঃ ডেডিকেটেড ওয়েব হোস্টিং এখন ছোট-বড় সকল ধরনের ব্যবসায়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে যেহেতু এটা আপনাকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকে। এখানে একটা ইনফরমেশন ই যথেষ্ট “আপনি একাই ১০০০ জন শেয়ারড হোস্টিং ইউজার বা ১০ জন ভিপিএস ইউজার এর সুবিধা ভোগ করতে পারবেন”। একটা ভাল ডেডিকেটেড সার্ভার হোস্টিং এর মাধ্যমে আপনি লক্ষ লক্ষ ভিজিটর কে আপনার ওয়েবসাইট ব্রাউজ করার সুযোগ দিতে পারবেন। ডেডিকেটেড হোস্টিং এ আপনি সব কিছুই নিজের কন্ট্রোল এ রাখতে পারবেন। বাজেট কম থাকলে প্রথমে শেয়ারড হোস্টিং, এর পরে প্রয়োজন অনুযায়ী ভিপিএস এ আপগ্রেড করে নিবেন এবং যখন আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর হবে তখন ডেডিকেটেড হোস্টিং নিয়ে নিবেন।

আমরা ভাল হোস্টিং প্রভাইডারের কাছে আমাদের ওয়েবসাইট হোস্ট করার পরামর্শ দিয়ে থাকি। এছাড়া ও  বিস্তারিত ডোমেইন হোস্টিং সম্পর্কে জানতে নিচের লিঙ্কগুলো ভিজিট করতে পারেন।

হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে  SSD  হোস্টিং  দিচ্ছে   স্যাট হোস্ট

বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি   www.satthost.com   

সার্ভার কি?   

ওয়েব হোস্টিং- কি?

 ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট  সার্ভার কি?

ডেডিকেটেড সার্ভার কি?

 রিসেলার হোস্টিং  কি?

 ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?

 উইনডোজ এবং লিনাক্স হোস্টিং?

স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com

অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।