Site icon স্যাট একাডেমী ব্লগ

জাগীর পাড়া

জাগীর পাড়া

#পিয়াস

আমার বাবার খড়ি মাটির,

গন্ধ সারা গাঁয়,

স্নেহ আর মমতা ঘেরা,

এই জাগীর পাড়ায়।

আমার দাদার ঘামের বিন্দু,

ছড়িয়ে হেথায় সেথায়,

চোখ বুঁজলেই অনুভবে তার,

ঘ্রাণ যে খুঁজে পাই।

জাগীর পাড়া মানেই যেন,

রূপকথার এক বই,

মায়ের বলা স্নেহের বুলি,

ফোটায় বুকে খই।

সবখানেতেই ছড়িয়ে ছিটিয়ে,

প্রিয়সব পদধূলি,

দাদির হাতের পিঠেপুলি, 

কেমন করে ভুলি।

ঐখানেতে পড়ে আমার,

চাচার দুধের দাঁত,

ঐযে দেখুন একটু দূরেই,

মামার খেলার মাঠ।

এই গ্রামেতেই শুয়ে আছে মোর,

পূর্ব-পরিজন,

মায়ার টানে ফিরে আসি তাই,

পেলেই সময়-ক্ষণ।

থাকি যতই দূর শহরে,

কেমনে ভুলি গ্রাম,

এই গ্রামেতেই দাদার বাড়ি,

আমার শেষ নাম।

Exit mobile version