Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/sattacad/public_html/blog/wp-config.php on line 101
হোস্টিং কি?(what is web-hosting) | স্যাট একাডেমী ব্লগ
Site icon স্যাট একাডেমী ব্লগ

হোস্টিং কি?(what is web-hosting)

ডোমেইন হোস্টিং সম্পর্কে ধারাবাহিকভাবে সকল প্রশ্নের উত্তর দিচ্ছি আমাদের এই টিউটওরিয়ালে, আমাদের সাথেই থাকুন।

আপনি যখন কোন ওয়েবসাইট অনলাইনে পাবলিশ করবেন, সেটা যে কেউ বিশ্বে যেকোনো স্থান থেকে যেকোনো সময় দেখতে পারবে। এর জন্য আপনার ওয়েবসাইট টি ২৪ ঘন্টা অনলাইনে থাকতে হবে। তার জন্য কোনো একটা সার্ভারে জমা রাখতে হবে।

এখন প্রশ্ন জাগতে পারে সার্ভার কি?
সার্ভার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন:  সার্ভার কি?

এখন প্রশ্ন হলো সেই সার্ভারটি হতে হবে কেমন?

ওয়েবসাইটটি যে সব নেটওয়ার্ক সার্ভিস দরকার সার্ভারে তা থাকতে হবে।-HTTP, FTP ইত্যাদি।

সার্ভারটি যেহেতু বিশ্বের যেকোনো স্থান থেকে যেকেউ ব্যবহার করবে। তাই হ্যাকারদের  থেকে বাঁচতে সিকিউরিটি ও থাকতে হবে ।

এই সকল সুবিধার সার্ভিসগুলোকেই ওয়েব হোস্টিং সার্ভিস বলা হয়।

আর হোস্টিং বলতে সাধারত আমরা বুঝি কোনো স্পেস কে,
আপনি চাইলে নিজের বাসায়ও ওয়েব সার্ভার বসিয়ে নিজের ওয়েবসাইট হোস্ট করতে পারেন। কিন্তু সেটা তো লাভজনক হয় না। কারন-বিদ্যুৎ আর উচ্চগতির ইন্টারনেটের খরচে আপনার লাভের চেয়ে পরিশ্রম ব্যায় বেশি হবে।

আমরা ভাল হোস্টিং প্রভাইডারের কাছে আমাদের ওয়েবসাইট হোস্ট করার পরামর্শ দিয়ে থাকি। এছাড়া ও  বিস্তারিত ডোমেইন হোস্টিং সম্পর্কে জানতে নিচের লিঙ্কগুলো ভিজিট করতে পারেন।

হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে  SSD  হোস্টিং  দিচ্ছে   স্যাট হোস্ট

বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি   www.satthost.com   

সার্ভার কি?   

ওয়েব হোস্টিং- কি?

 ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট  সার্ভার কি?

ডেডিকেটেড সার্ভার কি?

 রিসেলার হোস্টিং  কি?

 ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?

 উইনডোজ এবং লিনাক্স হোস্টিং?

স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com

অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।