Site icon স্যাট একাডেমী ব্লগ

উইনডোজ এবং লিনাক্স হোস্টিং

উইনডোজ আপারেটিং সিস্টেম এ চলা সারভারকে উইনডোজ সার্ভার এবং লিনাক্সে চলা সার্ভারকে লিনাক্স সার্ভার বলে থাকে।

কোন সার্ভার কিনবেন?

আপনাকে বুঝে শুনেই ওয়েব হোস্টিং সার্ভার কিনতে হবে। আপনি যদি এমন কোন সার্ভিস চালাতে চান যা শুধুমাত্র উইনডোজ সার্ভার লাগবে। সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই উইন্ডোজ সার্ভার কিনতে হবে। যেমন ASP.NET এর কোন সার্ভিস যদি চালাতে চান বা Exchange Mail Server চালাতে চান তবে অবশ্যই উইনডোজ সার্ভার নিতে হবে।

আর যদি উভয়টাতে চলে তাহলে সোজা লিনাক্স হোস্টিং নিবেন। কারন এটা ফ্রি অপারেটিং সিস্টেম। খরচ অনেক কম হবে। এছাড়াও লিনাক্স অপারেটিং সিস্টেম সার্ভারের খুব কম পরিমান রিসোর্স খরচ করে।

পৃথিবীর ৯৫ ভাগের বেশি সার্ভার মূলত লিনাক্স আপারেটিং সিস্টেমে চলে থাকে।

কেউ যদি অপারেটিং সিস্টেমের কথা না বলে তাহলে আমরা সাধারনত লিনাক্স সারভারই বুঝে থাকি। লিনাক্সের CentOS সবচেয়ে বেশি ব্যবহৃত ডিস্ট্রো।

কেউ যদি উভয়টাই একই সার্ভারে সম্ভব করতে চায় তাহলে অনেক সময়ই সম্ভব হয়ে উঠতে নাও পারে।

এছাড়া ও  বিস্তারিত ডোমেইন হোস্টিং সম্পর্কে জানতে নিচের লিঙ্কগুলো ভিজিট করতে পারেন।

হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে  SSD  হোস্টিং  দিচ্ছে   স্যাট হোস্ট

বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি   www.satthost.com   

সার্ভার কি?   

ওয়েব হোস্টিং- কি?

 ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট  সার্ভার কি?

ডেডিকেটেড সার্ভার কি?

 রিসেলার হোস্টিং  কি?

 ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?

 উইনডোজ এবং লিনাক্স হোস্টিং?

স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com

অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।