DNS জোন ফাইল ও বর্নণা

ডিএনএস সার্ভারে অবশ্য একটি জোন ফাইল থাকে আর তার মাধ্যমেই সার্ভারটির পরিচয় ইন্টারনেটে প্রকাশ পায়। কোন একটি ওয়েবসাইটে ভিজিট করলে বা কোন সাবডোমেইনে ভিজিট করলে জোন ফাইলটিই বলে দেয় আপনাকে কোথায় নিয়ে যাবে। এ পর্বে জোন ফাইল নিয়ে ধারাবাহিক আলোচন করবো।

ডিএনএস এর জোনফাইলটি সম্পর্কে একটু বর্ণনা করতে হবে।
অনেকে অনেক ওয়েবসাইট হোস্ট করা সত্ত্বেও ডিএনএস এর জোনফাইলটি সম্পর্কে তেমন কিছু জানেন না। এক কথায় ডিএনএস সার্ভার কনফিগার করার সময়ই জোনফাইলটি তৈরী হয়। এর কয়েকটি অংশ রয়েছে।

এই টিউটোরিয়ালটি পড়ার আগে অবশ্যই ডিএনএস কি? এবং ডিএনএস কিভাবে কাজ করে জানতে নিচের এই আর্টিকেলটি পড়ুন।

ডি এন এস সার্ভার কি?

জোন ফাইলটি একটি টেক্সট ফাইল। এই ফাইলের রেকর্ডগুলো লিনাক্স অপারেটিং সিস্টমে named.conf নামক ফাইলে অবস্থিত। আর এই ফাইলের তথ্যগুলো সারা বিশ্বে দেখার জন্য উম্মুক্ত। আমরা যে কোন ওয়েবসাইটের জোনফাইলের তথ্যগুলো who.is সাইট থেকে ডোমেইনটি সার্চ করে জেনে নিতে পারি।

স্যাট হোস্টের DNS বিবরণ

SOA রেকর্ড

SOA (Start of Authority) রেকর্ডের মাধ্যমে এই জোনের উপরের ধাপের ডিএনএস সার্ভার কে তা জানা যাবে। আর এডমিনের মেইল আইডিও থাকবে এখানে। এসওএ রেকর্ডের মাধ্যমে আমরা যে সব তথ্য জেনে থাকিঃ
প্রাইমারি ডোমেইনের প্রাইমারী নেমসার্ভার
ডোমেইনের/ডিএনএস সার্ভারের জন্য দায়িত্বপ্রাপ্তের মেইল।
ডোমেইনটি কবে আপডেট করা হয়েছে।
কত সময় (সেকেন্ড) পর এটি রিফ্রেস হবে।

NS রেকর্ড

ডোমেইন কেনার পর এটিকে সার্ভারের সাথে যুক্ত করার জন্য নেমসার্ভার যোগ করতে হয়। এই নেম সার্ভারের মাধ্যমেই ডোমেইনটি হোস্টিং সার্ভারকে চিনে নেয়। আপনি যখন ওয়েব হোস্টিং সার্ভার কিনবেন তখন সেই সার্ভার এডমিন আপনাকে তাদের নেমসার্ভার দিবে। এটি NS রেকর্ড। আর তাই আপনি এই হোস্টিং সার্ভারের ডিএন্স সার্ভিসে যুক্ত হয়ে গেছেন।

IN NS dns1.example.com
এই ফরমেটে থাকে। একাধিন ডিএনএস সার্ভার থাকতে পারে যাতে দ্রুত কাজ করে বা একটি সার্ভার ডাউন থাকলে আরেকটি সার্ভিস দিয়ে যেতে পারে।
আপনি যদি আপনার ওয়েব হোস্টিং পরিবর্তন করতে চান তখন কি করবেন? আপনার ওয়েবসাইটের সব ফাইল এবং ডাটাবেজ নতুন সার্ভারে নিয়ে যাবে।

A record

A রেকর্ডই (Address Record) কোন একটি ডোমেইনকে বা সাব ডোমেইনকে কোন আইপি এড্রেসে ম্যাপ করে। সাব ডোমেইনটি ভিন্ন সার্ভারে হোস্ট করাসহ বেশি কিছু কাজ করাতে ব্যবহার করা যায়। A রেকর্ডের চার টা অংশ থাকে।

নিচের লিস্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো
Type TTL Name Value Effect
Record type Lifespan Subdomain IP Address (IPv4)

  • A 3 hours www 123.123.123.123 www.mydomain.tld ডোমেইনটি 123.123.123.123 সার্ভারে হোস্ট করা
  • A 3 hours @ 124.124.124.124 mydomain.tld ডোমেইনটি 124.124.124.124 সার্ভারে পাওয়া যাবে।
  • A 3 hours * 125.125.125.125 সব সাবডোমেইনই 125.125.125.125. আইপির হোস্টিং এ হোস্ট করা
  • A 3 hours photos 126.126.126.126 photos.mydomain.tld সাবডোমেইনটি 126.126.126 আইপির হোস্টে আছে।

এই রেকর্ড কিন্তু আপনাকে আপনার ডোমেইনের উপর নিজস্ব কিছু ক্ষমতা প্রদান করলো। আপনার ডোমেইনটির কোন সাবডোমেইনকে যদি অন্য সার্ভারে স্থাপন করতে চান। মনে করুন ftp.satthost.com কে আপনি অন্য কোন একটি সার্ভারে নিয়ে যেতে চাইছেন। তখন একটি A রেকর্ড যোগ করলেই চলছে। আর আপনি সেই সার্ভারের হোস্ট নেম ftp.satthost.com দিবেন। এভাবে একাধিক সার্ভারে একই সুতায় গেথে যাচ্ছে। আর এর পরের আলোচনা করবো CNAME নিয়ে যার মাধ্যমে আপনি একটি ওয়েবসাইটকে অন্য নামেও চালিয়ে দিতে পারবেন।

হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে  SSD  হোস্টিং  দিচ্ছে   স্যাট হোস্ট

বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি   www.satthost.com   

সার্ভার কি?   

ওয়েব হোস্টিং- কি?

 ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট  সার্ভার কি?

ডেডিকেটেড সার্ভার কি?

 রিসেলার হোস্টিং  কি?

 ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?

 উইনডোজ এবং লিনাক্স হোস্টিং?

স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com

অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.