প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কী বলে?

অপিনিহিত

পারিভাষিক শব্দ

রূঢ়ি শব্দ

তৎসম শব্দ


Description (বিবরণ) :

প্রশ্ন: প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কী বলে?

ব্যাখ্যা:

প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।

বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।

‘ভাষা’ শব্দের আগে ‘পরি’ উপসর্গযোগে ‘পরিভাষা’ শব্দটি গঠিত হয়েছে। এর আক্ষরিক অর্থ বিশেষ ভাষা। অর্থাৎ পারিভাষিক শব্দের অর্থ হলো কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দ। অন্যভাবে বলা যায়, মূল শব্দের মৌলিক অর্থ ও ভাবের সঙ্গে সংগতি রক্ষা করে এক ভাষার শব্দকে অন্য ভাষায় রূপান্তরিত করে যে রূপ দান করা হয় তাকেই ‘পরিভাষা’ বলে।


Related Question

মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে -----

ওয়েভ গাইডের মধ্য দিয়ে

ভূমি ও আয়নোস্ফেয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে

বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে

খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরল রেখায়

নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?

১৯০০ সাল

১৯০১ সাল

১৯০২ সাল

১৯০৩ সাল

বাংলাদেশে প্রচলিত কোন নোটটি ব্যাংক নোট নয় ?

৫০০ টাকা

১০০ টাকা

১ টাকা

১০ টাকা