নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?
১৯০০ সাল
১৯০১ সাল
১৯০২ সাল
১৯০৩ সাল
Description (বিবরণ) :
প্রশ্ন: নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?
ব্যাখ্যা:
নোবেল পুরস্কার ১৯০১ সাল থেকে প্রচলিত হয়েছে।
১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি।
নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।
Related Question
রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-
১৯১৩ সালে
১৯০১ সালে
১৯৩০ সালে
১৯৪১ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুস্কারর লাভ করেন--
১৯০৫ সালে
১৯১৩ সালে
১৯২৩ সালে
১৯২৫ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন
সোনার তরী
গীতাঞ্জলি
চিত্রা
ক্ষনিকা
নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন----
তেলের খনির মালিক হিসেবে
উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
জাহাজের ব্যবসা করে
ইস্পাত কারখানার মালিক হিসেবে
একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -----
চার্চিল
কিসিঞ্জার
দ্য গল
রুজভেল্ট
সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?
প্রফেসর ড. আব্দুস সালাম
প্রফেসর নরম্যান বোরলগ
ড. আব্দুল কাদের
ড. স্বামিনাথন